৪ নং সাজাইল ইউনিয়ন পরিষদ ভবন টি সাজাইল গ্রামে অবস্থিত। এটি ইউনিয়ন পর্যায় বিভিন্ন কর্য সম্পাদন করে থাকে। এখানে আছে গ্রাম র আদালত। মানুষ পরিষদ ভবন এসে ন্যায় বিচার পায়। পরিষদ ভবন থেকে দুস্থ গরিব দের সরকারী বিধি মোতাবেক গম/চাল/ধান বিতরণ করা হয়।এখানে সবাই এসে উপকৃত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS